[email protected] 610-425-2357
Have Question

Send Message

Commemorating International Mother Language Day

Commemorating  International Mother Language Day

Commemorating International Mother Language Day

Date: 02/21/2020, Time: 6 PM

বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়্যার ভ্যালি'র (বিএডিভি) উদ্যেগে মহান একুশে পালিত হয়ে গেলো ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারী ২০২০ সন্ধ্যায় পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া এভেন্যুর  ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্ট গ্যালারিতে । বিএডিভি'র বর্তমান প্রেসিডেন্ট ডা: আশিক আনসার এর সভাপতিত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রবাসী শিশুকিশোরদের বাংলা কথনের প্রতি কিভাবে আকৃষ্ট করা যায় এ নিয়ে  সংক্ষিপ্ত আলোচনা, একুশ নিয়ে কবিতা আবৃত্তি, প্রভাতফেরীর আদলে একুশের গান ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে  বিএডিভি'র এই সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানটি শেষ হয় ।                       
 
উপস্থিত শিশুকিশোরদের মাঝে দারুন উদ্দীপনা লক্ষ্য করা যায় যখন প্রাণের বাংলা বর্ণমালাকে দুহাতে উঁচিয়ে ধরে শহীদ মিনারের বেদীমূলে এসে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করা হয় ।  সভায়  সূচনা বক্তব্য  রাখেন  ডা: নুরুন নেসা বেগম ডেইজি, একুশে'র সাথে বিএডিভি'র সংশ্লিষ্টতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে এবং এই উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন  করেন বিএডিভি'র পূর্ববর্তী প্রেসিডেন্ট ডা: ইবরুল চৌধুরী, আরো বক্তব্য রাখেন ডা: ফাতিমা আহমেদ । একুশ-এর মূলসুরটি কিভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে পারা যায় এবং এর সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার উপর আলোকপাত করেন বিএডিভি'র পূর্ববর্তী প্রেসিডেন্ট ডা: জিয়াউদ্দীন, একুশের চেতনা নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃতি করেন কবি তিথি সোহেল ।  অনুষ্ঠানের  সমাপনী বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল  সেন্টার ফর আর্টস এর প্রতিষ্ঠাতা এবং  পেনসিলভানিয়ার বাল্টিমোর এভেন্যুর ঐতিহাসিক শহীদ মিনারের স্বপ্নস্বারথী  ফটোগ্রাফার,  জনাব আবুল ফজল । অনুষ্ঠানে উপস্থিত থেকে এটিকে সার্থক করেছেন যারা তাদের মধ্যে উল্লেখ্য ইঞ্জি: ফারুক সলিমুল্লাহ, সোহেল রহমান, শাহিদা আফরোজ, রুমানা আলম,  মিনহাজ সিদ্দিকী ও ইশরাত তানি, তিথি সোহেল, মোহাম্মদ মফিজুল ইসলাম, ডা: মোহাম্মদ শহীদুল্লাহ, সাবাহ আহমেদ ও প্রমুখ ।  অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন বিএডিভি'র বর্তমান সাধারণ সম্পাদক  শোয়েব আহমেদ । মহান সমুন্নত জাতীয় পতাকার সামনে এসে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ছোটছোট শিশুদের কোমলকণ্ঠে উচ্চারিত 'আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি, এই সুরটি যেন  একুশের চেতনাকেই তুলে ধরেছে স্বমহিমায় ।   একুশের এই আয়োজনটি ফেইসবুক লাইভ-এ  [facebook/BADV71/] তাৎক্ষণিক সম্প্রচার করা হয় ।