[email protected] 610-425-2357
Have Question

Send Message

BADV PICNIC 2022

BADV PICNIC 2022

BADV PICNIC 2022

Date: SUNDAY, AUGUST 21, 2022, Time: 10 AM TO SUNSET

সুধী, 

আনন্দের সাথে জানাতে চাই যে আমরা আগামী আগস্ট  মাসের ২১ তারিখে আমাদের বাৎসরিক পিকনিক এর আয়োজন করতে যাচ্ছি, একটু ভিন্ন আঙ্গিকে ।   পিকনিক স্পটে বাবুর্চি সাহেব দম-বিরিয়ানি পাক করবেন । এছাড়া নানা মুখরোচক খাবার এর আয়োজন থাকবে যথারীতি ।  বিএডিভি'র পিকনিকের অন্যান্য সিগনেচার আয়োজন যেমন বাচ্চাদের খেলাধুলা ও তাদের জন্য মেডেল বিতরণ, বড়োদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও গান-বাজনার আয়োজন থাকবে যাতে অংশ নিবেন আমাদের কমিউনিটির বিশিষ্ট শিল্পীরা, সর্বশেষে থাকবে রেফেল-ড্র ও আকর্ষণীয় পুরস্কার !!!

 

BADV  Annual  Picnic 2022

Date: August 21, Sunday 

Time: 10am  to 6pm  (EST), 

Location:FORT MOTT STATE PARK, PENNSVILLE, NJ 08070

RSVP by Payment before August 14th: $10/Person. Kids below 10y Free.

 

যেহেতু অন-স্পট  রান্না হবে, হেড-কাউন্ট আগে থেকে জেনে নেয়া জরুরি, তাই আমরা সবাইকে অগ্রিম হেডকাউন্ট  কন্ফার্ম করার জন্য অনুরোধ করছি । 

মাথাপিছু প্রতিজনের জন্য মাত্র ১০ ডলার ধার্য করা হয়েছে, (১০ বছরের নিচের শিশুদের জন্য Free ) যেটি অগ্রিম প্রদান করতে হবে ১৪ই আগস্টের পূর্বে 

সম্মানিত লাইফ -মেম্বারদেরকেও  পিকনিক এ তাদের উপস্থিতি অগ্রিম কনফার্ম  করবার জন্য জনপ্রতি ১০ ডলার অনলাইনে পরিশোধ করবার জন্য সবিনয় অনুরোধ জানানো হচ্ছে । 

 

আপনারা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আপনার উপস্থিতি খুব দ্রুত নিশ্চিত করুন। 

 

কিভাবে অগ্রিম পেমেন্ট করবেন? 

১. সংযুক্ত ‘ফ্লায়ার’ এ দেখুন একটি QR code আছে, সেটি ব্যবহার করুন। 

অথবা VENMO পেমেন্ট অপসন-এ যেয়ে টাইপ করুন "BADV-USA", সেখানে  3436-নম্বরটি বিএডিভির ফোন নম্বর হিসেবে সংক্ষিপ্ত রূপে টাইপ করতে পারেন।  ফুটনোটে  "আপনাদের নাম ও হেড-কাউন্ট সংখ্যাটি লিখুন ।  

 

২.  আমাদের ওয়েবসাইটে যেয়ে "DONATE" বাটন-টিতে  ক্লিক করে paypal এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারবেন। (সেক্ষেত্রে নিশ্চই "ফ্রেইন্ডস /ফ্যামিলি" অপ্শন মার্ক করুন, তাহলে paypal BADV-কে অতিরিক্ত কিছু টাকা চার্জ করবে না ).  

 

আপনার নাম ও হেড-কাউন্ট সংখ্যাটি সেখানে লিখতে অনুরোধ করছি।  

আমাদের ওয়েবসাইট : https://badv1971.org/

 

আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনার কাছের বন্ধুদেরও বলুন এবং তাদের আসতে উৎসাহ দিন।  সবার সাথে শীঘ্রই দেখা হচ্ছে বিএডিভি পিকনিকে, এই প্রত্যাশায় সবাইকে শুভকামনা । 

 

বিএডিভি পরিবারের পক্ষ থেকে—-

 

আহবায়ক, পিকনিক কমিটি, মুনমুন কোরেশী, 

জেনারেল সেক্রেটারি, শোয়েব আহমেদ, 

প্রেসিডেন্ট,আশিক আনসার I

 

Website: https://badv1971.org/

Facebook: https://www.facebook.com/BADV71

Email: [email protected] 

Contact: #425 590 7333;  #267-307-4596 #646-500-3436

 

 

 

 

------------

 

BADV  Annual  Picnic 2022

Date: August 21, 

Time: 10am  to 6pm  (EST), 

Location:FORT MOTT STATE PARK, PENNSVILLE, NJ 08070

RSVP by Payment before August 14th: $10/Person. Kids below 10y Free

 

It's a nice scenic spot. Convenient location from Tristate (DE,NJ & PA) areas. 

Lots of activities for kids and adults, music and raffle draw, & on-site cooking “DOM-Biriyani”  by an Professional Chef !!! Other foods and snacks and drinks will be available. 

This time for this special arrangement , we need a head-count for proper estimates and thoughtful arrangements. We humbly request all participating members to pay $10/person. [Kids < 10yrs are free of charge] 

 

Online Payment options: RSVP by Payment before August 14. 

 

1) VENMO: use Venmo QR code in the flyer or use our “BADV-USA” account name while using your Venmo apps. [You may need to use “3436” as our BADV phone number for secure payment].  Please write your  Name and Number of participants for whom you are paying. 

 

2) PAYPAL: use our BADV Website. Click on the “DONATE” tab on the top of our website. It’s a paypal payment option. Please mention your name and total # of head-count. Link of BADV Website:   https://badv1971.org/ 

 

 

*Please note: If you pay for 4 members of your family, please type your name and Head-count #4, so you know your food availability is secured. And please don't wait to pay until the last minute deadline. We appreciate your prompt cooperation.

 

*Please Note: If you don’t pay before the deadline for the required number of headcount of your family, we would not be able to make a proper estimate and prepare food on-spot in right amount. Your cooperation is highly appreciated. We are all a big BADV family. 

 

You are cordially invited. Please Join us with your family and friends, and make it a successful BADV Annual Picnic Event 2022. See you soon. 

 

 

On behalf of BADV Family,

 

Picnic convenor: Munmun Qureshi

General Secretary: Shoeb Ahmed

President: Ashik Ansar 

Website: https://badv1971.org/

Facebook: https://www.facebook.com/BADV71

Email: [email protected] 

Contact: #425 590 7333;  #267-307-4596 # #646-500-3436